জুলাই সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি না থাকলে কোনো রাজনৈতিক দলই তা বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। আজ বুধবার (২৭ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরে জেএসডি জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।
তার ভাষ্যমতে, ‘যদি জুলাই সনদকে আইনিভাবে কার্যকর করার সুযোগ না থাকে, তাহলে কোনো দলই এটি বাস্তবায়নের পথে এগোবে না। সেক্ষেত্রে, ছাত্র-জনতার রক্ত ও প্রাণের বিনিময়ে অর্জিত জুলাই আন্দোলনের গুরুত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।’
প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রব আরও বলেন, ‘জুলাই আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, এটি ছাত্র-জনতার সংগ্রামের ফল। সেই কৃতিত্ব তাদের প্রাপ্য। আমরা তখন বিভিন্ন রাজনৈতিক দলের অংশ ছিলাম বটে, কিন্তু নেতৃত্ব ছিল সাধারণ ছাত্র-জনতার। তাই তাদের ভূমিকা স্বীকৃতি পাওয়া উচিত।’
রাজনৈতিক দলগুলোর মানসিকতা প্রসঙ্গেও কথা বলেন তানিয়া রব। তিনি বলেন, ‘রাজনীতিতে যারা যুক্ত থাকে, তারা অধিকাংশ সময় দলের সীমানার বাইরে চিন্তা করে না এবং দলও সেই স্বাধীনতা দেয় না। ফলে রাজনীতিতে নানা পেশার দেশপ্রেমিক মানুষের অংশগ্রহণ সীমিত হয়। এজন্যই জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সংসদে উচ্চ কক্ষ গঠনের কথা বলেছেন, যেখানে রাজনৈতিক দলের বাইরে বিভিন্ন পেশার গুণী ও সৎ মানুষ প্রতিনিধিত্ব করতে পারবেন।’
এসময় সংস্কার কমিশনের সমালোচনা করেন তানিয়া রব। তিনি বলেন, ‘তারা শুধু বৈঠক করে, কিন্তু কোনো কার্যকর সিদ্ধান্ত দেয় না। বিভিন্ন দলের প্রতিনিধি মুখ দেখে সিদ্ধান্তহীনতা বজায় রাখে। তাদের উচিত ছিল বাস্তবভিত্তিক সিদ্ধান্ত দেওয়া। সেই সিদ্ধান্ত মানবে কি না, তা ঠিক করবে জনগণ—রাজনৈতিক দল নয়।’