ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রার অফিস যেন ঠিক দুর্নীতির আঁতুড় ঘর হিসেবে পরিচিত হয়েছে। প্রতিনিয়তই সাবরেজিস্টার অফিসে থেকে শুরু করে সর্বশেষ পিয়ন পর্যন্ত একই কায়দা এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
এই দিকে গুরুতর অভিযোগ উঠে এসেছে ময়মনসিংহ সাব রেজিষ্টারের বিরুদ্ধে। জানা যায় তার ইচ্ছামত ফ্রি স্টাইলে অফিস করে থাকেন তিনি। যখন ইচ্ছা আসেন যখন ইচ্ছা যান। এভাবেই চলছে তার কার্যক্রম।
নাম প্রকাশে অনিচ্ছুক সাবরেজিস্টার অফিসের একজন স্টাফ জানান সাব রেজিস্ট্রারের হুকুমমত কাজ না করলে অন্যত্র বদলী করে দেন নয়তো চাকরী খেয়ে দিবেন।
শুধু তাই নয়? খোঁজ নিয়ে জানা যায়, গুরুত্বপূর্ণ দলিলের জন্য সাব-রেজিস্টার কে দিতে হয় মোটা অংকের ঘুষ। অভিযোগ রয়েছে সাব রেজিষ্টোর অফিস জমির গ্রাহকদের হয়রানির অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য গ্রাহকদের কাছ থেকে জোরপূর্বক ৫-১০ হাজার টাকা হাতিয়ে নেয় তার অনুসারী, প্রভুভক্ত কর্মচারীগন।
এছাড়া তফছিল খতিয়ানভূক্ত জমিন ও অধিগ্রহনকৃত এলাকার জমি রেজিষ্ট্রেশন অবমুক্তির জন্য ১ সাব রেজিষ্টার অফিসটাকে নিজের কব্জায় নিয়েছে।
সরকারের কোন নিয়মনীতি তোয়াক্কা করেন না এই কর্মকর্তা।
সাধারণ জনগণ রীতিমতো অসহায়। তারা প্রশাসনকে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।