ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের নদীরপাড় থেকে এক ছেলে এবং মেয়েকে আটক করেছে শহরের ২নং ফাঁড়ির কর্মরত পুলিশ সদস্যরা। শুক্রবার ২৫শে জুলাই রাত ৯টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
রাতে ঐ ছেলে এবং মেয়েকে জিজ্ঞাসাবাদ কালে আইন-শৃঙ্খলা বাহিনীর উপর চ’ড়াও হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যের উপর উশৃংখল আচরণ প্রদর্শন করে ছেলেটি। বাকবিতন্ডায় জড়ানোর এক পর্যায়ে ছেলেটি মেয়েকে রেখে চলে যাওয়ার চেষ্টা করে।
তখন ছেলে এবং মেয়ে উভয়কেই আটক করে ২নং ফাঁড়ির কর্মরত পুলিশ সদস্যরা।