চেনা মাঠ, চেনা পরিবেশে নেমেই দেশের হয়ে জোড়া গোল করলেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে। আর শেষ সময়ে লিভারপুল ফরোয়ার্ড হুগো একিতিকের প্রথম আন্তর্জাতিক গোল। সব মিলিয়ে সব মিলিয়ে দুর্বার ফ্রান্স নিশ্চিত করল ২০২৬ বিশ্বকাপের টিকিট।
চেনা মাঠ বলার কারণ, খেলা হয়েছে পিএসজির হোম ভেন্যু পার্ক দেস প্রিন্সেসে। এই মাঠেই ফরাসি তারকা এমবাপ্পে খেলে গেছেন দীর্ঘ ৭ বছর। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর যেন ঝড় তুলল ফ্রান্স। খেলার ৫২ মিনিটে বক্সে মাইকেল অলিসেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পটকিক থেকে এমবাপ্পে ঠাণ্ডা মাথায় মাঝ দিয়ে চিপ করে নেন পানেনকা শৈলীর নিখুঁত শট। ইউক্রেন গোলরক্ষক আনাতোলি ত্রুবিন কিছু বুঝে উঠার আগেই বল জড়ায় জালে। পেনাল্টির পর আরো দুইবার গোলের কাছাকাছি গিয়েছিলেন এমবাপ্পে। এরপর ৭৬ মিনিটে অলিসের জোরালো শটে গোল হলে স্বস্তির নিশ্বাস ফেলে ফ্রান্স।
শেষদিকে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটিও করে ফেলেন এমবাপ্পে। এতেই ক্যারিয়ারের ৪০০তম গোল পূর্ণ হলো এই ফরাসি তারকার। দেশের জার্সিতে ৫৫ গোল নিয়ে তিনি এখন অলিভিয়ে জিরুর (৫৭) রেকর্ডের ঠিক পেছনে। ম্যাচে দুই মিনিট বাকি থাকতে এমবাপ্পের নিখুঁত পাসে একিতিকে ঠান্ডা মাথায় গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠালে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ফ্রান্সের।