ময়মনসিংহের ৩নং ফাঁড়ি ইনচার্জ আবুল হোসেনের দিকনির্দেশনায় ৩ নং পুলিশ ফাঁড়ির এস আই সোহেল রানার নেতৃত্বে ১০০ পিস ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আলোচিত এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
৪৫ বছর বয়সী মোঃ ফরহাদের পিতা মৃত দুলাল মিয়া।মাতা ফাতেমা। বসবাস সাংবাঁশবাড়ি কলোনি। ফরহাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।