1. admin@banglarrang.com : admin :
  2. info.banglarrang@gmail.com : banglar rang : banglar rang
  3. demo1.banglarrang@gmail.com : demo1 demo : demo1 demo
  4. owdcfyxb@znemail.com : emanuelsolander :
  5. joshuawilliams47430dvn@budgetthailandtravel.com : fannyigv718 :
  6. novikov-9iouh@myrambler.ru : lynda78370040 :
  • শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের যুগপূর্তি উৎসব ২০২৬ অনুষ্ঠিত জেলা পুলিশ, ময়ননসিংহ এর আয়োজনে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ১৫৯ জনের নামে মামলা এমএসই’২১ ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল হকের মৃত্যুতে কুয়েটে শোক, বন্ধ একাডেমিক কার্যক্রম বগুড়ায় এ মৌসুমে সবজির পর এবার আলু রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ রিয়াল কোচ জাবি আলোনসো বরখাস্ত আর কখনো যাতে ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার চবি শিক্ষার্থী অর্পিতা শীলের চোখে সুন্দরবনের ঢাংমারী : জীবনসংগ্রাম ও আতঙ্কে জর্জরিত জেলেপল্লী মাল্টিমিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্রয়কৃত জমি বেদখলে, আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী রফিকুল

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ১২২
সোমবার, ৪ আগস্ট, ২০২৫

ময়মনসিংহ শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম (৪০) তার বৈধভাবে ক্রয়কৃত জমির দখল বুঝে না পেয়ে চরম দুরবস্থার মধ্যে দিনযাপন করছেন। প্রভাবশালী একটি পরিবার ক্ষমতার অপব্যবহার করে জমিটি জোরপূর্বক দখলে রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি।

রফিকুল ইসলামের দাবি, তিনি আকুয়া সর্দারবাড়ী বাই লেন এলাকার স্থায়ী বাসিন্দা। এক বছর আগে ০১নং বিবাদী নাজমুল হক কাজলের ছোট বোন নুপুরের কাছ থেকে সাফকাওলা দলিল মূলে আকুয়া চৌরঙ্গী মোড় মৌজার খতিয়ান নং আরওআর-৭৪৫(১৬২৪), বিআরএস-১৯০৮, দাগ নং আরওআর-৩৩৯০, বিআরএস-৫৬৬০, শ্রেণি “বাড়ি” এর আওতায় ১.৫ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু ক্রয়কৃত এই সম্পত্তি এখন পর্যন্ত তার দখলে নেই।

অভিযোগে তিনি উল্লেখ করেন, নাজমুল হক কাজল (৫২) ও তার ছেলে মোঃ সাগর মিয়া (২৬) সহ তাদের পরিবারের সদস্যরা জমিটি জোরপূর্বক দখলে রেখে তাকে ও তার পরিবারের সদস্যদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকির মাধ্যমে হয়রানি করে আসছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি বুঝিয়ে না দিয়ে বরং তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

গত ৫ মে ২০২৫ ইং তারিখে জমিতে গেলে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র– দা, রড, লাঠি, বাঁশ ও রামদা নিয়ে হামলার চেষ্টা করে বলে অভিযোগ করেন রফিকুল। তবে উপস্থিত স্থানীয়রা তাকে রক্ষা করেন। ঘটনার সময় অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক আক্রমণের চেষ্টা চালানো হয় বলেও তিনি জানান।

রফিক বলেন, “জমি কেনার পর থেকে শান্তিতে ঘুমাতে পারি না। যখনই জমিতে যাই, তারা হুমকি দিয়ে বলে—খুন করে লাশ গুম করে ফেলবে। এতদিন ধরে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, এমনকি জুডিশিয়াল লিগ্যাল এইড থেকেও চেষ্টা করেছি, কিন্তু প্রতিকার পাইনি।”

তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ পক্ষ থেকে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে এবং জমি দখলে রাখার পাঁয়তারা চলছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের মাধ্যমে একাধিকবার আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি।

এ অবস্থায় সম্পত্তির উপর বৈধ ভোগদখল নিশ্চিত করতে এবং নিজের ও পরিবারের নিরাপত্তা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/