জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় দ্রুত যুদ্ধবিরতি আশা করছেন তিনি। বার্লিন জানিয়েছে, নেতানিয়াহুর সঙ্গে শুক্রবার এক ফোনকলে তিনি এ কথা বলেন।
এক বিবৃতিতে মেৎসের অফিস জানিয়েছে, তিনি গাজা উপত্যকার মানুষের কাছে নিরাপদ ও মানবিকভাবে জরুরি প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছাতে হবে ও হামাসের নিরস্ত্রীকরণ অপরিহার্য বলে উল্লেখ করেন।
বিবৃতিতে আরো বলা হয়, চ্যান্সেলর গাজা উপত্যকায় দ্রুত যুদ্ধবিরতির আশা প্রকাশ করেছেন।
জার্মান নাগরিকত্বধারী ব্যক্তিসহ হামাসের বাকি সব জিম্মিকে অবিলম্বে মুক্তি দেওয়ার কথাও বলেন তিনি। এ ছাড়া তিনি ইসরায়েলি নিরাপত্তা চাহিদা ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে বিবেচনা করে গাজার জন্য একটি কার্যকর যুদ্ধ-পরবর্তী ব্যবস্থা খুঁজে বের করার পক্ষে সমর্থন জানিয়েছেন। চ্যান্সেলর জোর দিয়ে বলেন, পশ্চিম তীরকে সংযুক্ত করার কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়।
এর আগে বার্লিনে এক সংবাদ সম্মেলনে বক্তব্যে মেৎস গাজার ঘটনা আর ‘গ্রহণযোগ্য নয়’ বলে অভিহিত করেন।
তিনি ইসরায়েলের নিরাপত্তার প্রতি জার্মানির প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে বলেন, ‘আমরা উভয় পক্ষের প্রতি ন্যায়বিচার করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি ও এটা স্পষ্ট যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমরা ফিলিস্তিনি জনগণের দুর্দশাও দেখতে পাচ্ছি এবং সেখানেও মানবিক সহায়তা প্রদানের জন্য যথাসাধ্য চেষ্টা করছি।’
২১ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ গাজার জনসংখ্যার জন্য ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি করেছে।
সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির এক পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ২১৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
অন্যদিকে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৫৮ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।