নওগাঁ জেলার পত্নীতলা থানার ঘোসনগর ইউনিয়নের উত্তর দূর্গাপুর ও কমলাবাড়ির প্রত্যন্ত এলাকায় মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামীণ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
২০২১ সালের ২৭ এপ্রিল যাত্রা শুরু করা এই সংস্থাটি প্রতিষ্ঠার শুরু থেকেই গ্রামের অসহায়, দরিদ্র, বিধবা ও এতিম মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর রমজান মাসে ৫০টি দরিদ্র পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তৈল, ডাল, মুড়ি, চিনি, খেজুর, ময়দা, সেমাই, ওরাল স্যালাইনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী থাকে এই ইফতার প্যাকেটে। এসব উপহার পেয়ে অনেক অসহায় পরিবারই রমজানে স্বস্তি ও ভালোবাসা নিয়ে ইফতার করতে পারে।
সংস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো—এই সব কার্যক্রম সম্পূর্ণভাবে সদস্যদের স্বেচ্ছাচারিতায় এবং মাসিক চাঁদার মাধ্যমে পরিচালিত হয়। বর্তমানে ফাউন্ডেশনটির ১৫ জন নিবেদিতপ্রাণ সদস্য আছেন, যারা সময়, শ্রম ও অর্থ দিয়ে যেকোনো বিপদে-আপদে এলাকার মানুষের পাশে দাঁড়ান।
এছাড়া, গ্রামের কোনো দরিদ্র পরিবারে মৃত্যুজনিত ঘটনা ঘটলে, দাফন-কাফনের জন্য নগদ অর্থসহ সহায়তা প্রদান করে থাকে সংস্থাটি। কুরবানির ঈদ উপলক্ষে প্রতিটি অসহায় পরিবারে নগদ অর্থ সহায়তা দিয়ে থাকে যাতে ঈদের আনন্দে অংশ নিতে তারা বঞ্চিত না হয়।
গ্রামীণ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন যেন একটি পরিবারে পরিণত হয়েছে, যার সদস্যরা কেবল নিজেরা নয়—অসংখ্য অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এই সংস্থার কার্যক্রম এলাকার মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে এবং সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সত্যিই, সংকটের সময় পাশে দাঁড়ানোর মতো মানুষই সমাজের প্রকৃত বীর। সংস্থার স্লোগান: এসো হাতে হাত ধরি,,মানব সেবাই জীবন গড়ি।
#এম এস