ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন পাইওনিয়ার নীটওয়্যার বিডি লিমিটেডে সংঘটিত চাঞ্চল্যকর দিপু চন্দ্র দাস(২৮) হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকাণ্ডের সময় ফ্যাক্টরির গেইটে স্লোগান দিয়ে লোকজন জড়ো করা। ভিকটিম দিপুকে স্রোতের মতো মারধর করে গেইটের সামনে হত্যা করা এবং পরবর্তীতে রশি দিয়ে লাশ টেনে-হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় লাশ পোড়ানোর নেতৃত্বদানকারী আরেক মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি, ঢাকা-এর সহযোগিতায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে আ ট ক করা হয়।
আসামীর বিবরণ নিম্নরূপ—
নাম: মোঃ ইয়াছিন আরাফাত (২৫)
পিতা: গাজী মিয়া
মাতা: সফুরা খাতুন
স্থায়ী ঠিকানা: দক্ষিণ হবিরবাড়ি, কড়ইতলা মোড়
থানা: ভালুকা
জেলা: ময়মনসিংহ।