ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। মুম্বাইয়ের সুপরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে তার বাগ্দান হয়ে গেছে। গতকাল বুধবার ঘরোয়াভাবেই বাগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এতে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ অল্প কিছু আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বাইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত। তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক। শচীনপুত্র অর্জুন এবার সেই পরিবারের জামাই হতে যাচ্ছেন।
যদিও এতদিন অর্জুনের বড় বোন সারা টেন্ডুলকারকে নিয়েই মিডিয়া সবসময় সরব ছিল। ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিলের সঙ্গে সারার প্রেমের গুঞ্জন এখন তুঙ্গে। বাবা বিখ্যাত ক্রিকেটার হলেও বাইশ গজে সফল হতে পারেননি অর্জুন। ২৫ বছরের এই বাঁহাতি পেসার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট খেলেছেন গোয়ার হয়ে। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ১৮টি ‘লিস্ট এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। সানিয়াও ব্যবসায়ী। তার নিজের একাধিক বিজনেস কম্পানি আছে। এর পাশাপাশি পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন। জানা গেছে, সানিয়া নাকি খুব বেশি আড়ম্বরপূর্ণ জীবনযাপনও পছন্দ করেন না।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই অর্জুন এবং সানিয়া প্রেম করছিলেন। দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত হয়। অন্যদিকে ২৭ বছর বয়সী সারার সাথে প্রায়ই শুবমান গিলের নাম জড়িয়ে গুঞ্জন শোনা যায়। যদিও কোনো পক্ষই সম্পর্কের কথা স্বীকার করেননি। অর্জুনকে নিয়ে তেমন জল্পনা শোনা না গেলেও চমক এল তার কাছ থেকেই। অর্জুনের সৌজন্যেই শ্বশুর হয়ে গেলেন শচীন টেন্ডুলকার।