সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, ‘জানের ভয়ে পালাতে সবাই সমান। কেউ আগে, কেউ পরে।’ বৃহস্পতিবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন তিনি। নিজের ফেসবুক পোস্টে আনিস আলমগীর লিখেছেন, “পালায় না বলে অহংকার করে দেখা যায় মিলিটারি হেলিকপ্টারে একজন আকাশে ভেসে যায়! আর ‘ভয় পাই না’ বলে গলা ফাটিয়ে, চোখ বের করে চেঁচানো নেতারা শেষমেশ ঢুকে পড়েন সাঁজোয়া যানের গহ্বরে- ইঁদুরও গর্তে এমন নিঃশব্দে ঢোকে না!”
আনিস আলমগীর আরো লিখেছেন, “এই জানের মায়া বড় কঠিন রে ভাই। যান দেখলেই আত্মবিশ্বাস উধাও, মুখে শুধু ‘যাই! যাই!’ আওয়াজ!”
টিটকারির রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে এ সাংবাদিক লেখেন, ‘এখন থেকে আর এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে টিটকারি দিয়ো না। জানের ভয়ে পালাতে তোমরা সমান সমান, কেউ আগে, কেউ পরে।’
পোস্টের শেষে আনিস আলমগীর লেখেন, ‘আর irony কি জানো? যাদের নিন্দা করো—সেই সেনাদের কোলে চেপেই পালিয়ে বাঁচো! সেনা পুলিশের প্রোটকল ছাড়া ঘুরে দেখাও, কার গায়ে কয়টা জামা অবশিষ্ট থাকে জাতি দেখবে।’
নেটিজেনদের ধারণা, গতকাল গোপালগঞ্জের ঘটনায় এমনটা পোস্ট করেছেন এ সাংবাদিক।
মন্তব্যের ঘরেও দেখা গেছে সেই যার প্রতিচ্ছবি। কেউ মন্তব্য করেছেন, ‘ঠিক বলেছেন। হেলিকপ্টারের সাথে হিসাব বরাবর।’ কেউ বা লিখেছেন, ‘সত্য সব সময়ই সুন্দর।’ গতকালকের ঘটনার ছবি দিয়েও মন্তব্য করতে দেখা গেছে অনেককে।