বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই-আগস্ট আন্দোলনের মূলনায়ক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বিএনপি জুলাই-আগস্ট আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। তারেক রহমান আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে।’
শনিবার (২৬ জুলাই) বিকেলে নগরীর জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন সেন্টারে পেশাজীবী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনাসভা ও পেশাজীবী মহাসমাবেশের আয়োজন করা হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি। আগামীর বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ কী হবে, সেই চিন্তা আমরা করে রেখেছি। আমরা যা বলেছি, সেগুলো পলিটিক্যাল স্টেটমেন্ট না, তারেক রহমান নীতিনির্ধারকদের নিয়ে এ কাজগুলো প্রায় সমাপ্ত করে ফেলেছেন।’
তিনি বলেন, ‘স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, আইটি সেক্টর, ইন্ডাস্ট্রি ও কৃষি খাতে কী হবে, তার সব আমরা হোমওয়ার্ক করে রেখেছি। এক কোটি চাকরির কথাও আমরা হোমওয়ার্ক করেই বলেছি। এ জন্য যেসব এক্সপার্টিজ আছেন, তারাও আমাদের সঙ্গে কাজ করছেন।’