জুলাই-আগস্ট মাসের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত দিন ৫ই আগস্ট, “আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এছাড়াও মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম এবং উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক, তারাকান্দা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান, ফুলপুর-তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী, জননেতা মোতাহার হোসেন তালুকদার।
মিছিলটি ময়মনসিংহ শহরের সদর জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পুরো মিছিল জুড়ে নেতাকর্মীরা আওয়ামী সরকারের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে স্লোগান দেন এবং জনগণের ভোট ও অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।