কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণপাড়া শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের ১ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ৫ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৩ টায় ব্রাহ্মণপাড়া উপজেলায় এক গণমিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও কুমিল্লা-৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডঃ মোবারক হোসেন।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায়, সভাপতািত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম।
জুলাই বিপ্লবের ১ম বার্ষিকী উপলক্ষে বেলা ৩ টায় জামায়াত ইসলামীর আয়োজনে এক গণমিছিল ব্রাহ্মণপাড়ার উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ব্রাহ্মণপাড়া সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় এক পথসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডঃ মোবারক হোসেন বলেন, আমরা রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পে