‘তদবিরকারী ও টাউট’ প্রকৃতির দর্শনার্থীদের অবাধ যাতায়াত ঠেকাতে বিশেষ নিরাপত্তা গেট চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে বিশেষ পাস ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের সুযোগ থাকবে না। তবে সাংবাদিকরা তাদের সচিবালয় পাস দেখিয়ে প্রবেশ করতে পারবেন।
গতকাল সোমবার সকাল থেকে এ কার্যক্রম চালু হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল থেকে স্টিকারবিহীন কোনো গাড়ি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢুকতে পারছে না। আর বিশেষ পাস ছাড়া কোনো ব্যক্তিকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে সাংবাদিকদের জন্য এ ব্যবস্থা শিথিল রয়েছে।
সকাল থেকে চালু হওয়া এই গেটের দুপাশে দুজন পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়। যাদের ভেতরে ঢোকার অনুমোদন আছে, তাদের কার্ড পাঞ্চ করে ভেতরে ঢোকানো হচ্ছে। তবে অনেক কর্মকর্তা-কর্মচারীকেও সচিবালয়ে ঢুকতে পুলিশের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অনেক তদবিরকারী হয়তো কারও কাছ থেকে পাস নিয়ে অন্য কোনো মন্ত্রণালয়ে আসেন। তারা এক ফাঁকে স্বরাষ্ট্রেও ঢুঁ মারেন। কর্মকর্তা কিংবা উপদেষ্টার দপ্তরের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। সে ছবি দেখিয়ে সাধারণ মানুষের কাজ করে দেবেন, এমন আশ্বাস দিয়ে প্রতারণা করেন।