ময়মনসিংহ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, ময়মনসিংহ ৩ নং পুলিশ ফাঁড়ির দায়িত্বশীল ও নিষ্ঠাবান কর্মকর্তা এসআই মোঃ সোহেল রানা-কে তাঁর পেশাগত দায়িত্ব পালনে অসামান্য সাফল্য, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ তৃতীয়বারের মতো বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মানিত পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম মহোদয় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করেন। তিনি বলেন,
এসআই সোহেল রানা একজন আদর্শ পুলিশ কর্মকর্তা। তাঁর সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব শুধু বাহিনীর গর্বই নয়, বরং সাধারণ জনগণের আস্থার প্রতীক। ময়মনসিংহ জেলা পুলিশ তাঁর এই অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।”
এসআই সোহেল রানার এই ধারাবাহিক সফলতা ময়মনসিংহ জেলা পুলিশের পেশাগত উৎকর্ষতা ও জনসেবার মান উন্নয়নের ক্ষেত্রে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন ও ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।