ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রীজ মোড় হতে ফুলপুর পর্যন্ত বিআরটিসি বাস চলাচলের জন্য দীর্ঘদিনের সর্বসাধারণের দাবির প্রেক্ষিতে অবশেষে চালো করা হলো বিআরটিসি বাস সার্ভিস ।
২১ জুলাই সোমবার সকালে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রীজ মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাস সার্ভিসটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবিবা ।
এ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উম্মে সালমা তার বক্তব্যে বলেন, ময়মনসিংহ থেকে তারাকান্দা হয়ে ফুলপুর উপজেলা পর্যন্ত বিআরটিসি বাস চলাচল জনগনের দীর্ঘদিনের দাবি ছিল। বিআরটিসি বাস চালুর আজ উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের আশা পূরণ হয়েছে৷ তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান রেখে বলেন আপনারা অন্যান্য বাস ও সিএনজি এবং মাহিন্দ্রর তুলনায় ভাড়া কম নিবেন। ছাত্র ও সকল সাধারণ যাত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন।
এ-সময় ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা, তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন,বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ময়মনসিংহের ম্যানেজার কামরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন,মহানগর শিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের মুখপাত্র ফয়সাল ফারনিম,বালিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুলসহ ম্যানেজার (অপারেশন), বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহের বিভিন্ন কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অনেকেই উপস্থিত ছিলেন ।