নওগাঁ সীমান্তে আবারও শিশু সহ ১৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। আজ সকালে ধামারহাট ও সাপাহার সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়।
পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে। স্থানীয়রা জানাই ধামুরহাট কালু পাড়া এলাকায় সীমান্ত পিলার ২৭১/১ এস হতে আনুমানিক ৫০ গজ দূরে সাতানা গ্রামে বিএসএফ এর পুশ-ইন করা ১৪ জনকে হেফাজতে নেন বিজিপি।
অন্যদিকে সাপাহার বামন পাড়া সীমান্তে দুইজন শিশু এবং দুই জন নারীকে পুশ-ইন করা হয়।পরে পুশ-ইন করা ১৮ জনকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
#এম এস