নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার বাজারে একই রাতে ৫টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবা গত রাতে এ ঘটনা ঘটে। এ সময় দোকানগুলো থেকে মোবাইলসেট, স্বর্ন অলংকার ও নগদ টাকাসহ মালামাল চুরি হয়।স্থানীয় দোকানদার ও বাজার কমিটির সভাপতি মমিন মোল্যা জানান, দোকান ভেঙ্গে দোকানের মাল নিয়ে গেছে চোরেরা। তবে দোকানগুলো থেকে কত টাকার মাল নিয়েছে তা বলা যাচ্ছে না ঘটনাটি মান্দা থানা পুলিশকে জানিয়েছি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আশরাফুল বলেন, প্রতিদিনের মতো গত রাতে দোকান বন্ধ করে তিনি ও অন্য ব্যবসায়ীরা বাড়ি চলে যান। আজ বুধবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সেলিং বোর্ড ভাঙ্গা।চোর তার দোকান থেকে নগদ টাকা নিয়ে গেছে।
একইভাবে মরিয়ম টেলিকম , মা লতা জুয়েলার্স, সাগর ডেন্টাল, আখি টেলিকম মোবাইল দোকান ও শরিফ ফার্মেসি চুরি হয়েছে বলে জানান।
মান্দা থানার ওসি মুনছুর রহমান বলেন, পুলিশ পাঠিয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।