আজ ২১ অক্টোবর মঙ্গলবার সকালে সাড়ে ১০ টা সময় ময়মনসিংহ রেজিস্ট্রার কার্যালয় সামনে ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রার জাহিদ হাসান নিজ উদ্যোগে জনসাধারণ বিশ্রামাগার ও টয়লেট নির্মাণের উদ্বোধন করলেন। তিনি বলেন সাব – রেজিস্টার চত্বরে বসার জন্য বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে। যেখানে ৬০/৭০ জন বিশ্রাম নিতে পারবে। সেখানে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক টয়লেট থাকবে।
তিনি মঙ্গলবার সাড়ে ১০ ময়মনসিংহ জেলা সদর সাব- রেজিস্ট্রার চত্বরে বিশ্রামাগার ভিস্থিপ্রস্তর স্থাপন শেষে বক্তব্যদান কালে এইকথা বলেন।
তিনি আরও বলেন, যারা দাতা গ্রহিতা আসেন তাদের বসার সংকুলান না হওয়ায় যত্রতত্র ঘুরে বেড়ান। এটা সুরাহার জন্য বিশ্রামাগার নির্মান করা হচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন সাব- রেজিস্ট্রার অফিস কর্মকর্তা ও কর্মচারী দলিল লেখকের সমিতি সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক রিপন, দলিল লেখক জনি আরো অনেক উপস্থিত ছিলেন।