জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র হল নির্মাণের সময় ছাদ ঢালাইয়ের অংশ ধসে পড়ে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদ ঢালাই চলাকালীন হঠাৎ নির্মাণাধীন ভবনের একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপে আটকে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিম্নমানের রড ও পাটের দড়ি ব্যবহার করা হয়েছে। শ্রমিকদের জন্য ছিল না কোনো হেলমেট বা সুরক্ষা সামগ্রী। এমনকি বৃষ্টির মধ্যেই ছাদ ঢালাই চলছিল।
এক শ্রমিক বলেন, “দশ বছর ধরে কাজ করি, কিন্তু কখনো বৃষ্টিতে ছাদ ঢালাই দেখিনি।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য দেয়নি। প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি গঠনের চিন্তা চলছে।
এক শিক্ষার্থী বলেন, “প্রতিটি প্রকল্পেই অনিয়ম হচ্ছে। প্রশাসন সঠিকভাবে নজরদারি করলে এ ধরনের দুর্ঘটনা নাও ঘটত।”
উল্লেখ্য, কয়েকদিন আগেও একই ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল।