আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম।
সভায় পুলিশ সুপার বলেন, “আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, আনন্দঘন ও নির্বিঘ্ন করতে জেলা পুলিশের সব সদস্য প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল যাতে গুজব ছড়াতে বা উস্কানিমূলক প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করতে না পারে, সেজন্য অনলাইনে সার্বক্ষণিক নজরদারি চালু রয়েছে। মোতায়েনকৃত পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে ডিবি ও গোয়েন্দা শাখার সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন।”
তিনি ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল ও হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ।