ময়মনসিংহ বিভাগের ক্রীড়া ইতিহাসে একটি মাইলফলক স্পর্শ করলো। দেশের শীর্ষস্থানীয় প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট, ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)-এ ময়মনসিংহ বিভাগীয় দল প্রথমবারের মতো অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এই গৌরবময় সাফল্যের পেছনে অবিচল পরিশ্রম ও নেতৃত্ব দিয়েছেন ময়মনসিংহ ক্রীড়াঙ্গনের বরেণ্য ক্রীড়া সংগঠক ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য জনাব এনামুল হক আকন্দ লিটন।
দীর্ঘদিন ধরে ময়মনসিংহের ক্রীড়া উন্নয়নের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে আসা লিটন আকন্দের অক্লান্ত প্রচেষ্টা ও উদ্যোগের ফলে স্থানীয় ক্রিকেটের স্বপ্ন আজ বাস্তবে পরিণত হলো।
এ প্রসঙ্গে তিনি বললেন, “এটি আমার একার অর্জন নয়, এটি ময়মনসিংহের প্রতিটি ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়ের সংগ্রামের ফল। আমাদের সবাই মিলে এই সাফল্যকে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখতে হবে।”
ময়মনসিংহবাসী ও ক্রীড়াপ্রেমীরা লিটন আকন্দসহ সকল সিনিয়র খেলোয়াড় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ময়মনসিংহ বিভাগের এনসিএলে অন্তর্ভুক্তি স্থানীয় ক্রিকেটের উন্নয়ন ও তরুণ প্রতিভা বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে। এই অর্জন ময়মনসিংহ ক্রীড়াঙ্গনের জন্য নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি ভবিষ্যতে আরও উজ্জ্বল সাফল্যের পথ সুগম করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
২০১৫ সালে বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলার সুযোগ পাচ্ছিল না ময়মনসিংহ বিভাগ। কয়েক দফা চেষ্টা করলেও তাদেরকে অনুমোদন দেয়নি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কদিন আগে ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এবার যদি খেলার সুযোগ না মেলে তাহলে আইনি লড়াইয়ে যাবে তারা। নিয়ম অনুযায়ী, দেশের বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেই এনসিএলে খেলার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে বিসিবির।
সবশেষ কয়েক বছরে সেটা না করলেও আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড এবার তাদের কথা শুনেছে এবং অনুমোদন দিয়েছে। এনসিএলের আগামী মৌসুম থেকেই খেলতে পারবে ময়মনসিংহ বিভাগ। তাদেরকে জায়গা দিতে বাদ দেয়া হয়েছে ঢাকা মেট্রোকে।