ফরিদপুর জেলায় দুঃখজনক এক ঘটনায় সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন মোঃ মান্নান শেখ (৬০)। শনিবার দুপুরে ৩ নং নর্থ চ্যানেল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গোলজার মন্ডলের হাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিহত মান্নান শেখ স্থানীয় মোঃ কাইনছে শেখের ছেলে। ঘটনার সময় দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি রসুনের জমিতে পানি দিচ্ছিলেন। কাজ করার এক পর্যায়ে একটি গর্তে প্রচুর পানি ঢুকতে দেখে তিনি হাতে মাটি চাপা দিয়ে গর্তটি বন্ধ করার চেষ্টা করেন। সেই মুহূর্তেই তাকে সাপে কামড়ায় বলে ধারণা করা হচ্ছে।
মান্নান শেখের শালা মোহাম্মদ মোজাফফর শেখ জানান, সাপে কামড়ানোর পর তিনি তার ছেলে বিশালকে বলেন, “মনে হয় সাপ কামড়াইছে।” এরপর বাবা-ছেলে বাড়িতে ফিরে আসেন।
বাড়িতে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা বিভিন্ন ওঝা–ফকির এনে বিষ তোলার চেষ্টা করেন। কিন্তু কোনো ফল না পেয়ে শেষ পর্যন্ত বিকেল ৫টা ৪০ মিনিটে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল (আড়াইশো বেড) এ নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে অ্যান্টিভেনম দেওয়ার পরও অবস্থা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সময়মতো চিকিৎসা না পাওয়ায় তিনি মারা যান।
মান্নান শেখের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে।
স্থানীয়রা জানান, সাপের কামড়ের মতো জরুরি ঘটনায় দ্রুত চিকিৎসা না পাওয়াই এ মৃত্যুর প্রধান কারণ। তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।