শনিবার ১৫ নভেম্বর আনন্দ ও উৎসব মূখর পরিবেশে নির্বাচনঅনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে মোঃ ইকতিয়ার উদ্দিন ভূঁইয়া সভাপতি ও ফিরোজ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি শওকত আলম ও মোঃ শামসুজ্জামান শামীম। যুগ্ম সম্পাদক মোঃ ফিরোজ মিয়া ও মোঃ মফিজুল ইসলাম।সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল হক ভূঞা শাহীন।
সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী, প্রচার প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাকারিয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল হক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ মোস্তফা কামাল সিব্বির,অর্থ সম্পাদক কামরুজ্জামান সেলিম দপ্তর সম্পাদক মোঃ সাইফুল গনি,মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা বেগম।
নির্বাহী সদস্যরা হচ্ছেন যথাক্রমে এ এস এম সারওয়ার-ই-কামাল,ভজন বিহারী সরকার, মোহাম্মদ ছামিউল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফরিদ উদ্দিন ও মোঃ আব্দুস শাকুর। আইসিটি সম্পাদক পদে রাজিবুল ইসলাম খান ও আবু তাহের মোঃ ওয়ালী উল্লাহ সমান সংখ্যক ভোট পাওয়ায় রেজাল্ট স্থগিত করা হয়েছে।
জীবন -ফিরোজ -শাহীন পরিষদ ও ইকতিয়ার -আজিজুল -মাহবুব পরিষদ এই ২টি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জীবন -ফিরোজ-শাহীন পরিষদ সভাপতি বাদে সকল পদে বিজয় লাভ করছে।অপর প্যানেল থেকে মোঃ ইকতিয়ার উদ্দিন ভূঁইয়া সভাপতি নির্বাচিত হয়েছেন।মোট ভোটার ছিল ১৫৯ জন।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মোঃ শফিকুল আলম এবং কমিশনার ছিলেন মোঃ নুরুজ্জামান ও মোঃ সাজেদুল হক। সকাল সাড়ে ৯ টা দেখে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়।