ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের গনিত বিভাগের ১ম বর্ষের ছাত্র নাজমুল এহসান নাঈম (২১), জামালপুর জেলার সরিষাবাড়ী ভুরারবাড়ী গ্রামের জহিরুল ইসলামের ছেলে। গত ১১ সেপ্টেম্বর ফেইসবুকে একটা পোষ্ট দেখেন, যাহাতে লিখা সাবলেট ভাড়া হবে।
নাইম ফোনে কথা বলার পর ১২ টা সময় বাসা দেখার জন্য আসতে বলে অপরপ্রান্ত থেকে। নাঈম সাড়ে ১২ টায় ময়মনসিংহ কলেজ রোড ফকরুজ্জামান টাওয়ার ২য় তলায় যাওয়ার পর অভিযুক্ত কিশোরগঞ্জ জেলার তারাইল থানার তারাইল বাজারের শাহআলমের মেয়ে ও স্বামী তুষারের স্ত্রী সাদিয়া রহমান মেঘলা (২১) এবং রাজু আহম্মেদের মেয়ে ফারিয়া আক্তার পায়েল (১৯) ফোন দিয়ে অজ্ঞাতনামা ৫/৬ জনকে ডেকে আনেন।

সবাই মিলে নাঈম কে মারপিট ও গলায় ছুরি লাগিয়ে হত্যার হুমকি দেয় এবং (৪) চার লক্ষটাকা দাবী করে । নাঈমের কলেজ ব্যাগে থাকা ল্যাপটপ, আইফোন, নগদ (২৫) পঁচিশ হাজার টাকা নিয়ে যায়।
সাড়ে তিন ঘন্টা আটক রাখার পর বিকাল ৪ টা সময় তাকে বাসা থেকে বের করে দেয়। নাঈম ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দিলে ওসি শিবিরুল ইসলাম দ্রুত এক অভিযানে মেঘলা ও পায়েল কে আটক করে। সুত্রমতে জানা যায় তারা দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে একটা সিন্ডিকেট গঠন করে বাসা ভাড়া দিবে সাবলেট এইভাবে প্রতারনা বেআইনী অবৈধকাজ করে আসছ।
উভয়ের নামে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে যার নং-৪৯ – তাদের কে শনিবার ১৩ সেপ্টেম্বর বিজ্ঞআদালতে পাঠানো হয়েছে ।