মনসিংহের ভালুকা উপজেলার মামারিশপুর গ্রাম থেকে নিখোঁজের এক সপ্তাহ পর শুক্রবার(২৫ জুলাই) দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ আকরাম হোসেন (৪০) নামের এক কৃষকের অর্ধ গলিত লাশ তার বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করে। নিহত আকরাম হোসেন ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়,গত শনিবার (১৯ জুলাই) রাতে আকরাম হোসেন তার স্ত্রী শিমুলী আক্তারকে রক্তের প্রেশার মাপার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। পরে রাতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোজাখোজি করে না পেয়ে গত ২০ জুলাই ভালুকা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন যার নং (১২৮৯)। শুক্রবার দুপুরে বাড়ির পাশের জঙ্গল থেকে দুর্গন্ধ বের হলে আকরাম হোসেনের অর্ধগলিত লাশের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন । গফরগাঁও সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মন্তোষ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আকরাম হোসেন নিখোঁজ হওয়ার কয়েকদিন পূর্ব থেকেই শারিরীক ভাবে অসুস্থ বোধ করতেন। ঘটনার রাতে অসুস্থ বোধ করলে প্রেশার মাপতে বাড়ির বাইরে একটি দোকানে যান। ধারনা করা হচ্ছে বাইরে যাওয়ার পর প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে অসুস্থ হয়ে সেখানে মারাযান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে