ময়মনসিংহ ট্রাফিক ব্যবস্থাপনায় এসেছে আমূল পরিবর্তন। অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান কার্যক্রমও অব্যাহত।
ময়মনসিংহ ট্রাফিকে বিভাগের টিআই জহিরের নেতৃত্বে শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার জন্য বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করছে।
তারই ধারাবাহিকতায় আজ ৩ আগস্ট বাতিরকল মোড়ে অভিযান পরিচালনা করে মোটর বাইক আটক করে জরিমানা আদায় করা হচ্ছে।
টিআই প্রশাসন আবু নাসের মোহাম্মদ জহির জানান, পুলিশ সুপারের নির্দেশে গত জুলাই মাসে অভিযান চালিয়ে অবৈধভাবে যানবাহন চলাচলকারীদের কাছ থেকে ৩৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে ময়মনসিংহের ট্রাফিক পুলিশ।
ময়মনসিংহ ট্রাফিক বিভাগের টিআই জহির এসময় আরও বলেন চলমানের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।