আজ শুক্রবার বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর ও দক্ষিণ এবং মহানগরের যৌথ উদ্যোগে ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ন্যায়সঙ্গত দাবি পূরণে সরকারকে অগ্রসর হতে হবে। ৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া দেশের সাধারণ মানুষ স্বস্তি পাবে না বলে তারা মন্তব্য করেন।

পরে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সমাবেশ ও মিছিলে ইসলামী আন্দোলনের জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী-সমর্থক অংশ নেন।