ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই এলাকা থেকে এক কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. খোকা মিয়া (পিতা: আব্দুল খালেক), চুরখাই এলাকায় গ্রেপ্তারকৃত আসামীর বাড়ি ।
১৬ আগস্ট (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে, কোতোয়ালি থানার অফিসার মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক কেজি গাঁজাসহ খোকা মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
এই সফল অভিযানে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম। তিনি জানান, মাদক নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।