ময়মনসিংহ শহরের আকুয়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে স্টিলের তৈরি দেশীয় চাইনিজ ড্রাগন কুড়ালসহ এক অস্ত্রধারী ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন আকুয়া সাকিনস্থ নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ গেইটের সামনে এ অভিযান চালানো হয়।
৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হোসেনের দিক নির্দেশনায় এসআই মোঃ সোহেল রানার নেতৃত্বে পুলিশের টহল দল আকস্মিক অভিযানে মোঃ সজল ওরফে পটলা নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন অবস্থায় আটক করে। পরে তার দেহ তল্লাশি করে স্টিলের তৈরি দেশীয় চাইনিজ ড্রাগন কুড়াল উদ্ধার করা হয়।