ময়মনসিংহ জামতলা মাঠে ফুটবল খেলা নিয়ে দু’ পক্ষের সংঘর্ষ হওয়ার ঘটনা ঘটেছে। জানা জায়, ময়মনসিংহ জামতলা মাঠে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২৫ জুলাই বিকালে কেএসসি বয়েস ক্লাব বনাম জামতলা বয়েস ক্লাব এর ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন কেএসসি টিমের প্লেয়ার ফাউল করিলে রেফারি ফাউল ঘোষণা করে৷
কেএসসি বয়েস ক্লাব প্লেয়ার উক্ত ফাউল না মেনে জামতলা বয়েস ক্লাব প্লেয়ারদের সাথে হাতাহাতি শুরু করে এবং সজোরে প্লেয়ারদের বাশ দিয়ে আঘাত করতে থাকে এবং দেশীয় রামদা, সুইজ গিয়ার দিয়ে মাঠ থেকেই দাওয়া করে এতে জামতলা বয়েস ক্লাব প্লেয়ার দের গুরুতর আহত করে এবং অন্যদের ভয়ভীতি প্রদর্শন করে মাঠেই দেশীয় বিভিন্ন অ-স্ত্র দ্বারা আক্রমণ করে। এসময় তারা খেলা বন্ধ করে দেয়।
অত:পর সন্ধা ৬ ঘটিকায় প্রধান আসামী যুবলীগ নেতা হৃদয় এর নির্দেশে ছাত্রলীগ কর্মী ছোট আশিক ও শান্ত তিনকোণা কেরাণীবাড়ি থেকে অজ্ঞাত ৪০-৫০ জন দল-বল নিয়ে এসে শটগান, দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ সুইজ গিয়ার চাকু, চাইনিজ কোড়াল ও লোহার রড দিয়ে জামতলা মোড়ের রানার হোটেল কুপিয়ে ভাংচুর করে ক্যাশ থেকে নগদ ২০ হাজার টাকা লুট করে এবং ৬০ হাজার টাকার দোকানের মালামাল ক্ষতিসাধন করে ও জামতলা মোড়ের ব্যবসায়ী বরুণ ভাংচুরে বাধা দিতে গেলে রড দিয়ে তার পা তে সজোরে আঘাত করে।
এবং কোন রকম মামলা মোকদ্দমা করলে হোটেল মালিক রানা কে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসী রা স্থান ত্যাগ করে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানা এসআই মুস্তাফিজুর জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।