ময়মনসিংহে কোতোয়ালী থানার অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি লালন গ্রেফতার । আইনশৃঙ্খলা রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালন (পিতা: সুলতান মিয়া, সাং: চর ঈশ্বরদিয়া) গ্রেফতার হয়েছে।
বুধবার (২০ আগষ্ট ) গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামিকে তার নিজ এলাকায় অবস্থানকালে আটক করা হয়। পুলিশের কঠোর নজরদারির মধ্য দিয়ে এই চাঞ্চল্যকর ঘটনার আসামিকে গ্রেফতারে সক্ষম হয় তারা।
অভিযানের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। আসামির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আদালতে একাধিক ওয়ারেন্ট মুলতবি ছিল। শেষ পর্যন্ত পুলিশের সফল অভিযানে আইনের আওতায় আনা হলো তাকে। গ্রেফতারকৃত লালনকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, ওয়ারেন্টভুক্ত পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীই আইনের চোখ ফাঁকি দিয়ে পার পাবে না।