ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ আব্দুল্লাহ আল মামুন হেলথ কেয়ার প্রা: হাসপাতালের মালিকসহ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কোতোয়ালী মডেল থানায় সোর্পদ করেছেন । জিজ্ঞাসাবাদে অপরাধ প্রমানিত হলে আইনীব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ।
ঘটনায় জানা যায় ডিবিতে কর্মরত এসআই লুৎফর এর স্ত্রীর ডেলিভারী হবার কথা – হাসপাতালের মালিক সুচিকিৎসা না দিয়েই কাউন্টারে টাকা জমা দিতে বলেন । রোগীর অবস্থা খারাপ দেখে এসআই লুৎফর তার স্ত্রীকে হাসপাতালে নিতে চাইলে হাসপাতাল মালিক লিফট বন্ধ করে দেন । কোন উপায় না দেখে সিঁড়ি দিয়ে নামাতে গেলে রোগী সিঁড়ি থেকে পড়ে গিয়ে তারপেটের বাচ্চা মারা যায় এবং তার শারীরিক ক্ষতি হয়। এতে তার শরীরে ৯ ব্যাগ রক্ত দিতে হয়েছে।
এই সংবাদের ভিত্তিতে স্থানীয় সাংবাদিকগন তথ্য জানতে চাইতে গেলে মালিকপক্ষ তাদের চাঁদাবাজ বলে আখ্যায়িত করে । এরপর গণমাধ্যমে সংবাদ প্রচার হলে সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাইফুল ইসলাম খান ৭ আগস্ট বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি হাসপাতাল বন্ধ ঘোষনা করেন ।
হাসপাতালটি ২০২২/২৩ অর্থ বছরের পর তার কোন লাইসেন্স নেই বলে স্বারক নং -৩৪০৩ এ জানা যায় । এই বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।