আজ বুধবার বিকেল তিনটায় মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি শেষে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির মান্দা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল , মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মখলেছুর রহমান মকে, সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু,মান্দা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, মান্দা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।