ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় কাজ করার সময় তিন তলা ভবন থেকে নিচে পড়ে মারা গেছেন মিরসরাইয়ের বাসিন্দা আবু মশিউর রহমান কাকন। কাকন ইছাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ ভূঁইয়া গ্রামের রশিদ মাঝি বাড়ির আবুল বশরের ছেলে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে এ দুর্ঘটনা ঘটেছে।
ইছাখালী এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান পিন্টু জানান, ‘জীবিকার তাগিদে এক বছর পূর্বে মালয়েশিয়া যায় কাকন। অনেক পরিশ্রমী ছেলে সে। কাজ করার সময় শুক্রবার অসাবধানবসত তিনতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলে সে মারা যায়। কিছুতেই তাকে ভুলতে পারছি না।’
পিন্টু আরো জানান, মালয়েশিয়া থেকে মরদেহ দেশে আনতে আরও কয়েকদিন সময় লাগবে।
এদিকে ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা-মা। এখন শুধু শেষবারের মতো ছেলের মরদেহ দেখার প্রহর গুনছেন তারা।
ইছাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন রাকিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবরটি শুনে খুব খারাপ লাগছে। জীবিকার তাগিদে কাকন বিদেশে গিয়ে দুর্ঘটনায় মারা গেল। মরদেহ দেশে আনতে পরিষদ থেকে ডকুমেন্টস প্রয়োজন হলে সহযোগিতা করব।
#এম_এস