1. admin@banglarrang.com : admin :
  2. info.banglarrang@gmail.com : banglar rang : banglar rang
  3. demo1.banglarrang@gmail.com : demo1 demo : demo1 demo
  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সজল স্মরণে আজিজের সপ্তম একক ম্যারাথন ইসকন নিষিদ্ধের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ৩৬ ই জুলাই সাংস্কৃতিক প্রতিযোগিতার পরষ্কার নিচ্ছে সাংবাদিক নিয়াজ হোসেন এর মেয়ে নুসাইবা ইসলাম ওহি মান্দায় ডাঃ ইকরামুল বারী টিপুর মিথ্যাচারের প্রতিবাদে উপজেলা বিএনপি সংবাদ সন্মেলন ময়ময়নসিংহে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীষক কর্মশালা চোরাকারবারীদের কৌশল আটকে দিল বিজিবি: অর্ধকোটি টাকার মালামাল জব্দ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হলো হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের *কুয়েট ভিসির নামে প্রোপাগান্ডা: অভিযোগের নেপথ্যে বিতর্কিত প্রাক্তন কূটনীতিক* মা ঘর পরিষ্কার করতে বলায় রাগ করে মোবাইলের টাওয়ারে কিশোরী! ঝিনাইদহে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় প্রান গেল হেলপারের, আহত ৩

ম্যাচসেরার পুরস্কার এলাকার অসহায়দের দেবেন শরিফুল

বাংলার রঙ ডেস্ক / ১০৪
শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। বল হাতে এক উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ে নজর কেড়েছেন তিনি, রান তাড়ার চাপের মুহূর্তে ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করেছেন দুই বাউন্ডারির মাধ্যমে অপরাজিত থাকার মাধ্যমে। তবে এই পারফরম্যান্সের সেরা মুহূর্ত হলো তার মানবিক উদ্যোগ।

ম্যাচসেরার পুরস্কার হিসেবে জেতা অর্থ এবার তিনি দান করবেন নিজের জন্মস্থান পঞ্চগড়ের অসহায় মানুষদের। সামাজিক মাধ্যমে এক ঘোষণায় শরিফুল জানান, আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচে যতবারই তিনি ম্যাচসেরার পুরস্কার জিতবেন, প্রতিবারই সেই অর্থ তিনি এলাকার গরিব ও অসহায় মানুষের সহায়তায় বিতরণ করবেন।

তিনি লিখেন, ‘দোয়া করবেন যেন আল্লাহ আমাকে নিয়মিতভাবে এই কাজ করার তৌফিক দেন।’

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের উইকেট নেন শরিফুল। এরপর বাংলাদেশের রান তাড়ায় শেষে ফিনিশারের দায়িত্বও পালন করেন। শেষ মুহূর্তের চাপের মধ্যে ১৯তম ওভারের শেষ দুই বলে বাউন্ডারি ও সিঙ্গেল নেওয়ার পর, ২০তম ওভারের প্রথম বলেই চার হাঁকিয়ে দলকে ২ উইকেটে জয় এনে দেন। ম্যাচসেরার পুরস্কার হিসেবে ৫০ হাজার আফগানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ হাজার টাকা) জিতে তা পুরোপুরি দানের সিদ্ধান্ত নিয়েছেন এই টাইগার পেসার।

এটি নতুন কোনো উদ্যোগ নয়। নিজের জন্মস্থান নিয়ে শরিফুল আগেও সচেতনতা প্রকাশ করেছেন। পঞ্চগড়ে মাদক ও স্বাস্থ্য সমস্যার বিষয়ে তিনি ইতিমধ্যেই আওয়াজ তুলেছেন এবং ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি তুলেছেন।

বাংলাদেশের নজর এখন তৃতীয় টি-টোয়েন্টিতে। আফগানিস্তানের হোয়াইটওয়াশ মিশনে রোববার (৫ অক্টোবর) মাঠে নামবে টাইগাররা। শরিফুলের পারফরম্যান্স ও মানবিক উদ্যোগ খেলা ছাড়াও দর্শকদের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/