রিয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন জাবি আলোনসো। সোমবার এক বিবৃতিতে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলোনসোর সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩–২ গোলে হারের একদিন পরই এই ঘোষণা এলো। গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর কোচিং স্টাফে পরিবর্তনের গুঞ্জন থাকলেও সোমবারের বিবৃতিতে বিষয়টি আনুষ্ঠানিক রূপ পায়। ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ জানাতে চায় যে ক্লাব ও জাবি আলোনসোর মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কোচ হিসেবে তার দায়িত্বের ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাবি আলোনসো একজন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি। তিনি সবসময় আমাদের ক্লাবের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেছেন। মাদ্রিদিস্তাদের ভালোবাসা ও শ্রদ্ধা তিনি আজীবন বহন করবেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর।’
বিবৃতিতে আরো বলা হয়, আলোনসো ও তার কোচিং স্টাফদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানানো হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হচ্ছে। রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডার খেলোয়াড় হিসেবে যেমন ক্লাবের ইতিহাসের অংশ, তেমনি কোচ হিসেবেও ইউরোপীয় ফুটবলে স্বল্প সময়ে নিজের ছাপ রেখেছেন। তবে ধারণা করা হচ্ছে, রিয়ালের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্স ও বড় ম্যাচে ফল না আসায় শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত এসেছে।