লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির এক সভা গত সোমবার বিকেলে কমিটির আহবায়ক জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিগত বছরগুলোর আয় ব্যায় অডিট, জেলা ক্রীড়া সংস্থার স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন, তারুণ্যের উৎসব ২০২৫ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজন, বিভিন্ন ক্রীড়া ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ বিষয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা, জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিলকি, কমিটির সদস্য মো: দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন হাওলাদার, আ হ ম মোশতাকুর রহমান, এনামুল হক রুবেল, জয়নাল আবেদীন ফিরোজ, শাহেদুর রহমান রাফি,আবদুল মোতালেব জুয়েল প্রমুখ।