রাজধানী ঢাকায় আগামীকাল শনিবার (১৯ জুলাই) উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বরং আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বর্ষাকাল হওয়ায় বৃষ্টি হলেও সেটি খুবই অল্প পরিমাণ এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে।
শুক্রবার (১৮ জুলাই) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন,কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।
যদি হয় অল্প কিছু এলাকায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে তা দীর্ঘস্থায়ী হবে না।
তিনি আরও বলেন, শনিবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি লাগতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েকদিন রাজধানীতে উল্লেখযোগ্য বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ভ্যাপসা গরম থাকতে পারে।