ইউএস ওপেনের শিরোপা ধরে রাখলেন এরিনা সাবালেঙ্কা। স্থানীয় সময় শনিবার টুর্নামেন্টের ফাইনালে তিনি ৬-৩ এবং ৭-৬ (৭-৩) পরাজয়ের স্বাদ উপহার দেন যুক্তরাষ্ট্রের এমান্ডা আনিসিমোভাকে।
যদিওবা চলতি বছরের প্রথম দুই গ্র্যন্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন সাবালেঙ্কা। এরপর উইম্বলডনের সেমিফাইনালে তিনি হেরেছিলেন এই আনিসিমোভার কাছেই। এবার সেই হারের প্রতিশোধটা যেন দারুণভাবেই নিয়ে নিলেন সাতাশ বছর বয়সী এই তারকা।
ক্যারিারের চতুর্থ মেজর শিরোপা জয়ের পর সাবালেঙ্কা বলেন, ওই দুটি ফাইনালে আমি আমার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। তাই আমি চাইনি এবারও তা ঘটুক। কিছু মুহূর্তে নিয়ন্ত্রণ হারানোর কাছাকাছি চলে গিয়েছিলাম, তবে শান্ত থাকতে পেরেছিলাম।
এ বছরে আনিসিমোভাও দুটি ফাইনালে পরাজয়ের স্বাদ পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ২৪ বছর বয়সী এই টেনিসকন্যা এখনো মেজর কোন শিরোপা জিততে পারেননি। তবে তার প্রতি শুভকামনা জানিয়েছেন সাবালেঙ্কা, ‘আমি জানি ফাইনাল হারলে কতটা কষ্ট হয়। কিন্তু এই বেদনাদায়ক হারের পরেই তুমি এর আনন্দ আরও বেশি উপভোগ করবে।’