1. admin@banglarrang.com : admin :
  2. info.banglarrang@gmail.com : banglar rang : banglar rang
  3. demo1.banglarrang@gmail.com : demo1 demo : demo1 demo
  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সজল স্মরণে আজিজের সপ্তম একক ম্যারাথন ইসকন নিষিদ্ধের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ৩৬ ই জুলাই সাংস্কৃতিক প্রতিযোগিতার পরষ্কার নিচ্ছে সাংবাদিক নিয়াজ হোসেন এর মেয়ে নুসাইবা ইসলাম ওহি মান্দায় ডাঃ ইকরামুল বারী টিপুর মিথ্যাচারের প্রতিবাদে উপজেলা বিএনপি সংবাদ সন্মেলন ময়ময়নসিংহে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীষক কর্মশালা চোরাকারবারীদের কৌশল আটকে দিল বিজিবি: অর্ধকোটি টাকার মালামাল জব্দ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হলো হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের *কুয়েট ভিসির নামে প্রোপাগান্ডা: অভিযোগের নেপথ্যে বিতর্কিত প্রাক্তন কূটনীতিক* মা ঘর পরিষ্কার করতে বলায় রাগ করে মোবাইলের টাওয়ারে কিশোরী! ঝিনাইদহে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় প্রান গেল হেলপারের, আহত ৩

সজল স্মরণে আজিজের সপ্তম একক ম্যারাথন

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ২৫
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

এভারেস্টজয়ী প্রয়াত বন্ধু সজল খালেদ স্মরণে সপ্তমবারের মতো একক ম্যারাথন সম্পন্ন করেছেন লেখক, সাংবাদিক ও অভিযাত্রী গাজী মুনছুর আজিজ। ২৪ অক্টোবর কক্সবাজার মেরিন ড্রাইভে এ ম্যারাথন (৪২.১৯৫ কিলোমিটার) করেন। ভোর ৫টা ৫৪ মিনিটে লাবণী সৈকতের মোটেল লাবণী থেকে ম্যারাথন শুরু করেন। এরপর কলাতলী হয়ে মেরিন ড্রাইভের দরিয়ানগর, হিমছড়ি, রেজুখাল ধরে ইনানি সৈকতের কাছে যান। সেখান থেকে একই পথে আবার মোটেল লাবণীর সামনে এসে ৩টা ২৯ মিনিটে ম্যারাথন সম্পন্ন করেন। প্রথমবারের মতো এ ম্যারাথনে সহযোগী হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, সুখের খামার, ইনানী রয়েল রিসোর্ট ও হোটেল স্যুট সাদাফ। সার্বিক সহযোগিতা করছে ডোনা মিডিয়া।

এর আগে সজল স্মরণে এ পথে তিনি ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২২ ও ২০২৩ সালে একক ম্যারাথন করেছেন।

পাখিবিশারদ ও অভিযাত্রী ইনাম আল হকের পরিকল্পনায় এবং সজল খালেদের উদ্যোগে ও বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) আয়োজনে ২০০৭ সালের ১ জুলাই প্রথমবার মেরিন ড্রাইভে ‘বাংলা ম্যারাথন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সজলের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতার মাধমে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার ও মেরিন ড্রাইভের সৌন্দর্যের কথা বিশ্বব্যাপী জানানো এবং দেশের পর্যটন শিল্পের আকর্ষণ বাড়ানো ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি। সে উদ্দেশ্যেই ২০০৯ ও ২০১০ সালে সজলের উদ্যোগে ও এক্সট্রিমিস্টের আয়োজনে এ পথে ম্যারাথন অনুষ্ঠিত হয়। তিনবারের ম্যারাথনেই গাজী মুনছুর আজিজ অংশ নেন ও সফলভাবে সম্পন্ন করেন।
সজল ২০১৩ সালের ২০ মে এভারেস্ট জয় করে নামার পথে এভারেস্টের বুকেই অজানা কারণে হারিয়ে যান অনন্তকালের জন্য। এরপর মেরিন ড্রাইভে আর বাংলা ম্যারাথন হয়নি।

গাজী মুনছুর আজিজ বলেন, এবারের ম্যারাথনে যারা সহযোগী হয়েছে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার উদ্দেশ্য মেরিন ড্রাইভে ম্যারাথনের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করা। দেশের পর্যটন শিল্পের উন্নয়ন এবং পরিবেশ সচেতনতায় সৈকত ও সৈকতপাড়ের জীববৈচিত্র্য রক্ষার বার্তা দেওয়া। এ ছাড়া ম্যারাথনের মাধ্যমে মেরিন ড্রাইভকে সজল খালেদের নামে নামকরণের আহ্বান জানানো।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, এমন একটি ইভেন্টের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। এটি কেবল একটি ইভেন্ট নয়, বরং বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসার অনন্য দৃষ্টান্ত।
হোটেল স্যুট সাদাফ ও ইনানী রয়েল রিসোর্টের এমডি সাজ্জাদ করিম টিংকু বলেন, দারুণ এ আয়োজনে সম্পৃক্ত হতে পেরে ভালো লাগছে।
ম্যারাথন ছাড়াও সজল স্মরণে এভারেস্ট বেস ক্যাম্প অভিযান করেছেন গাজী মুনছুর আজিজ। ‘যুদ্ধ নয় শান্তি চাই সবুজ বিশ্ব গড়তে চাই’ স্লোগান নিয়ে তিনি এ অভিযান সম্পন্ন করেন। এ বছর ১৩ জুন বিকেল পৌনে ৩টায় তিনি বেস ক্যাম্প (৫,৩৬৪ মিটার) পৌঁছান।

গাজী মুনছুর আজিজ বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাব এবং বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য। ভ্রমণ বিষয়ে তাঁর বেশ ক’টি বই বের হয়েছে। গত একুশে বইমেলায় বের হয়েছে তাঁর ভ্রমণবিষয়ক বই ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’। বিভিন্ন ম্যারাথন প্রতিযোগিতা, সাইকেল অভিযানসহ নিয়মিত ভ্রমণ ও অভিযানে বের হন। এ ছাড়া পরিবেশ সচেতনতায় গাছ লাগানোসহ নিয়মিত বিভিন্ন কার্যক্রম করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/