ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১২ টার দিকে সদরপুর উপজেলা অন্তভুক্ত প্রবাসীদের আয়োজনে জন্মদিন উপলক্ষে উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গবাদিপশু এবং নগদ অর্থ প্রদান করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদুরুজ্জামান বদুর সভাপতিত্বে আমিরাবাদ চৌরাস্তায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ জন্মবার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ন আহ্বায়ক সত্তার মাস্টার, বিএনপি নেতা আবু সাইদ, মাসুদুর রহমান, মিজানুর রহমানসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপির নেত্রীবৃন্দরা উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের ১জনকে গরু এবং বাকি ৪ জনকে নগদ টাকা প্রদান করা হয়।
এছাড়া দলের নেতাকর্মীদের মধ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন।