শনিবার ১৬ ই আগস্ট বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ গণতান্ত্রিক সমাবেশ ময়মনসিংহ জেলা শাখা,নিউজ টিভি 64 ও জাতীয় সাপ্তাহিক পারাপার পত্রিকার সাংবাদিকদের উদ্যোগে ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক সমাবেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,নিউজ টিভি 64 এর চেয়ারম্যান ও প্রকাশক, জাতীয় সাপ্তাহিক পারাপারের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল।
মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ রাজু আহমেদ, ইউসুফ আব্দুল্লাহ,আলমগীর হোসেন মিন্টু,সামদানি হোসেন বাপ্পি, ইউসুফ আলী,মাহফুজুর রহমান, মফিজ উদ্দিন।এছাড়াও মো:আমান উল্লাহ,লিখন আহমেদ, মিরাজ আলী,আশেক মাহমুদ শাকিল,হৃদয় আহমেদ, মকবুল হোসেন, আব্দুল লতিফ, দুলাল মিয়া, ইউনুস মিয়া, ইয়াসিন আলী, রাইয়ান, রাকিব উপস্থিত ছিলেন।

মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল বলেন গ্রেফতারকৃত আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে ।
বক্তারা বলেন তুহিন হত্যার বিচার দ্রুত শেষ করতে হবে নইলে দেশব্যাপী আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।