সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৮৭ জন।
শুক্রবার (১৮জুলাই) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৫৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৮৭ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৬৪১ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, দেশীয় স্টেনগান ১টি, ওয়ান শ্যুটারগান ১টি, কার্তুজ ৮ রাউন্ড ও এলজি ২ রাউন্ড।
গোপালগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে নদীপথে টহল জোরদার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।
শুক্রবার (১৮ জুলাই) কোস্টগার্ড সদর দপ্তরের লেফটেন্যান্ট কমান্ডার (মিডিয়া কর্মকর্তা) হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী।
গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান মুন্সী মারা গেছেন
কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর সদস্যরা দিনরাত টহল চালিয়ে যাচ্ছেন। সন্দেহভাজন নৌযানে তল্লাশি, যাত্রী পরিচয় যাচাই ও সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।