ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘ প্রায় ১৩ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর ওলামা দলের উদ্যোগে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক মাহবুব রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা এইচ. এম শামীম হোসাইন এবং উত্তর জেলা ওলামা দলের যুগ্ম-আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ উপজেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব ওসমান গণী বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক এ,কে, এম হারুন-অর রশিদ, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম ঝিকু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার আলীসহ জেলা ওলামা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের যুগ্ম-আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ উপজেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব ওসমান গণী বকুল বলেন, দীর্ঘ ১৩ বছর পর ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর আগে সর্বশেষ ২০১৩ সালে ঈশ্বরগঞ্জ উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলন হয়েছিল।
https://shorturl.fm/Q82df