“গণহত্যার বিচার, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে” আগামী ২৫ জুলাই জামালপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচি। ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর আয়োজনে এ কর্মসূচিতে অংশ নিতে জামালপুরে আসছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
‘জুলাইয়ের পথে জনতার সাথে’ শিরোনামের অধীনে সারা দেশের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই গণসংযোগ অনুষ্ঠিত হতে যাচ্ছে জামালপুর জেলা সদরে। আয়োজক সূত্রে জানা গেছে, কর্মসূচির দিন শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে লিফলেট বিতরণ, পথসভা, জনমত গঠনমূলক আলাপ এবং তরুণদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী জনসচেতনতা অভিযানের আয়োজন করা হয়েছে।
ইতোমধ্যে জামালপুর সদরসহ জেলার বিভিন্ন উপজেলা—দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী—থেকে তরুণ-তরুণীরা কর্মসূচিতে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে এক নেতা বাংলার রঙ’কে বলেন, “আমরা ইতিহাস ও অধিকারবোধের জায়গা থেকে মাঠে নামছি। এই কর্মসূচি কোন রাজনৈতিক প্রচারণা নয়, বরং একটি জনগণভিত্তিক গণআন্দোলনের সূচনা।”
তিনি আরও বলেন, “জুলাই মাস আমাদের জাতীয় স্মৃতি ও দায়বদ্ধতার প্রতীক। তাই এই মাসে জনগণের দাবি ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে নতুনভাবে জাগিয়ে তুলতেই আমরা মাঠে নেমেছি।”
এদিকে কর্মসূচিকে ঘিরে জেলার সচেতন জনগণের মাঝেও আগ্রহ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
সংক্ষিপ্ত তথ্য:
কর্মসূচির নাম: জুলাইয়ের পথে জনতার সাথে
আয়োজক: ইউনাইটেড পিপলস বাংলাদেশ ( আপ বাংলাদেশ)
তারিখ: ২৫ জুলাই ২০২৫, স্থান: জামালপুর জেলা সদর
মূল দাবি: গণহত্যার বিচার, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা।