কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২৪ সালের জুলাই – আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আয়োজনে এক গণ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) মনোনয়ন প্রত্যাশী হাজী জসিম উদ্দীন।
গণঅভ্যুত্থান ১ম বার্ষিকী উপলক্ষে বিকেল ৫ টায়
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আয়োজনে এক গণমিছিল ব্রাহ্মণপাড়ার উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ব্রাহ্মণপাড়া সিএনজি স্টেশন সংলগ্নে এক পথসভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন বলেন, বুড়িচং – ব্রাহ্মণপাড়ার বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ বিএনপিতে ভোট দিয়ে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে।’