“রক্তস্নাত জুলাই বিপ্লবের এক বছর ফুর্তি এবং জুলাই শহীদের স্মরণে” ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অগ্নি ফিনিক্স ক্লাবের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা -২০২৫ এর প্রাথমিক বাছাই পরীক্ষা আজ শনিবার (২ আগস্ট) অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।
প্রতি্যোগিতার বাছাই পর্বের অনুষ্ঠানে তত্ত্বাবধানে ছিলেন অগ্নি ফিনিক্স ক্লাবের সভাপতি ও বৈষম্য বিরোধী সাবেক জেলা সমন্বয়ক আশিকুর রহমান আশিক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, সমন্বয়ক জিকে ওমর ফারুক, সদস্য সচিব ও এনসিপির জেলা কমিটির সদস্য ফুয়াদ খান,সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রানা প্রমূখ।
মাদ্রাসার মোট ২ শতাধিক কোমলমতি শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। সকাল ১০ টা থেকে দিনব্যাপী বিশিষ্ট উলামায়েগন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের পরীক্ষা নেন।
আগামী ৯ আগস্ট প্রতিযোগীদের চুড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য বিজয়ীদের জন্য প্রথম পুরষ্কার ১ লক্ষ্য টাকা,২য় পুরষ্কার ৫০ হাজার টাকা ও ৩য় পুরষ্কার ২৫ হাজার টাকা প্রদান করা হবে।এছাড়াও বাছাইপর্বে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের বিশেষ পুরষ্কার প্রদান করা হবে।