গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে আজ ২ আগস্ট শনিবার , ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার আয়োজনে একটি সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণ-অধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম বলেন, “বর্তমানে চাঁদাবাজদের নাম নিলেই একটা রাজনৈতিক দলের নাম চলে আসে। বলতেও হয় না—সবারই জানা।”
তিনি আরও বলেন, “দেশে সুশাসনের ঘাটতি, রাজনৈতিক দখলদারিত্ব ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের ন্যায্য অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। একদল চিহ্নিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠী দেশের সম্পদ আত্মসাৎ করে নিজেদের আখের গুছাচ্ছে। অথচ জনগণ রয়ে গেছে বঞ্চিত ও নিপীড়িত।”
সমন্বয় মিটিংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দেশব্যাপী চলমান অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মোল্লা ইব্রাহিম তার বক্তব্যে তরুণ সমাজকে আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা নৈতিকতাভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হই। ইসলামভিত্তিক শাসনব্যবস্থাই পারে দেশের প্রকৃত উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনতে।”